নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ গণশুনানী। Intech News BD


নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ গণশুনানী।
নারায়ণগঞ্জ ফতুল্লা পশ্চিম তল্লা মসিজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধে জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে সহযোগিতার জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে। সোমবার ৬ সেপ্টেম্বর ( শনিবার ) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ৪ সেপ্টেম্বর ফতুল্লা থানাধীন বাইতুল সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এ অগ্নিকান্ডের বিষয়ে সহযোগিতার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ অফিস কক্ষে গণশুনানির আয়োজন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ গণশুনানিতে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।