আজকের করোনা আপডেট Ajker Corona Update. Intech News BD


বগুড়ায় করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ছাড়াল

বগুড়ায় নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ৭ হাজার ৫৯ জন করোনায় আক্রান্ত হলেন। একই সময়ে ৩৪ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া জেলায় নতুন করে আরও ৫ জন মারা যাওয়ায় মৃত্যু মোট ১৬৮ জনে দাঁড়িয়েছে।


মারা যাওয়া ৫ জন হলেন জয়পুরহাটের হিমাংশু (৫৮), বগুড়া শিবগঞ্জের কিচকের মোরশেদুল (৬২), বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার আলম (৭০), শাজাহানপুরের মাঝিরার মোহাম্মদ আলী (৭৮) এবং কাহালু উপজেলার সিরাজুল ইসলাম (৩৮)।
এদের মধ্যে হিমাংশু ও মোরশেদুল টিএমএসএস হাসপাতাল, আলম ও মোহাম্মদ আলী শজিমেকে এবং সিরাজুল সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের অনলাইন ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, গতকাল বুধবার জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩০৬টি নমুনার ফলাফল বিশ্লেষণ তুলে ধরেন।


নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ১০ জন এবং বাদবাকি ২জন শিশু।
এদের মধ্যে সদর উপজেলার ২৭ জন, শাজাহানপুরে ২ জন এবং নন্দীগ্রামে একজন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।